এত্ত গুলা পেইন
- দন্তস্য সিফাত

বুঝসি আমি বুঝসি, তোর চোখের ওই কালো ছোবল দেরিতে হইলেও চিনছি,
সাপ তুই, কাল নাগিনি, আগে যে ক্যান বুঝি নাই আমি ? :/

উফ, এ কি আগুন জ্বালাইলি, হুদাই হুদাই বাঁশটা দিলি,
বুঝসি আমি বুঝসি, তোর পিরিতির নেশা আমি একটু হইলেও লইসি !

শিট ম্যান, এ কি হইল? হইলাম বেক্কেল;
কোন মাইয়ার পাল্লায় পইরা লাইফ আজ হেল !

দুই চাইর মাস প্রেম কইরা 'উই আর ফ্রেন্ড জাস্ট'
কাইল পরশু ফাঁসির দড়ি কিনতে হইব মাস্ট !

এত দিন কি ঘাস কাটছি, কি রে নওটাঙ্কি সালি?
নিরীহ একখান পোলা পাইয়া ভালই নাচাইলি !

অন্য পোলায় পিক তুইলা তোরে মারে ট্যাগ,
আমি কিছু না কইতেই ইমোশন এক ব্যাগ !

মইরা গেলে বুঝবি তুই আমি কি চিজ ছিলাম,
কাইন্দা কাইন্দা ড্রেন হইলেও কমু না 'পিলিজ থাম ! '

ওরে গাধী, ওরে অবুঝ, দুই দিন এর বৈরাগী,
বুঝলি না তুই, আমি ক্যারে সারাটা রাইত জাগি !

সকাল বিকাল তোর ছবি রাখসি যে ক্যান বুকে?
ফাইজলামি নাকি ৩০০০০ মেসেজ ফেসবুকে ?

হোয়াট দা ফাক, এ কি হইল, এত ক্যারে প্যারা?
হুদাই ঠ্যাং কাটলাম আমি শামুকে দিয়া পাড়া !

তোরে আমি ঘৃণা করি, আর করি না মায়া,
আজ সারারাত শুনুম আমি, 'তুঝে ভুলা দিয়া!'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৫ ১৮:৪৫ মিঃ

fine antu mill fine lekha